উৎপাদক কৃষকদের উৎসাহ মূল্য প্রদানের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘেষিত প্রতি মণ ধান ১২৮০/- টাকা দরে পাটগ্রাম উপজলোয় বরাদ্দকৃত ৪৭০.000 মেঃ টন ধান সরাসরি কৃষকের নিকট হতে ক্রয়ের লক্ষ্যে ইউনিয়ন ওয়ারী কৃষকগনের তালিকা কৃষক অ্যাপে লোটারির মাধ্যমে
কৃষক চুড়ান্ত করা হয়েছে। একজন কৃষক সর্বোচ্চ ৩.০০০ মেঃ টন ধান বিক্রয় করতে পারবেন। তালিকায় আপনার নাম দেখতে / জানতে স্থানীয় উপ- সহকারী কৃষি কর্মকর্তা / ইউনিয়ন পরিষদ /পাটগ্রাম খাদ্য গুদাম / উপজেলা কৃষি অফিস / উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় / পৌরসভায় যোগাযোগ করে নাম পিতা/স্বামীর নাম এবং কৃষি কার্ড নং / জাতীয় পরিচয় পত্র নম্বরের সাথে মিলিয়ে নিন।
এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার পরামর্শে হয়রানি মুক্তভাবে এলএসডিতে ধান বিক্রয় করুন।
ধান সংগ্রহ কার্যক্রম আগামী 0৭/০৫/২০২৪ তারিখ পর্যন্ত ধারাবাহিক ভাবে চলমান থাকবে।
ব্যাংক একাউন্টের মাধ্যমে ধান বিক্রয়ের বিল পরিশোধ করা হবে। যাদের ব্যাংক একাউন্ট নাই তাদেরকে একাউন্ট করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস